ডেভেলপমেন্ট অনেকদিন ধরেই শিখবো শিখবো করে আর শেখা হয়ে উঠছে না। যদিও টিউটোরিয়াল হেল নামক একধরণের মাদক 😜 বাস্তবে এটা এর থেকেও জঘন্য ক্যারিয়ার আর সময় নষ্ট করার এক কারখানা এই ফাদে পা দেওয়া। তবে আর উপায় কি ব্লগ কিংবা টিউটোরিয়াল দেখেই তো শেখা চালিয়ে যেতে হ...